বাংলা নিউজ > দেখতেই হবে > বাংলার মুখ > ‘মানুষ হাফ ও ফুল মার্ডার করা হয়’, সুপার কিলিংয়ের ভিজিটিং কার্ড ছাপিয়েছিল বুলেট!

‘মানুষ হাফ ও ফুল মার্ডার করা হয়’, সুপার কিলিংয়ের ভিজিটিং কার্ড ছাপিয়েছিল বুলেট!

‘মানুষ হাফ ও ফুল মার্ডার করা হয়।’ এরকমই ভিজিটিং কার্ড ছাপিয়ে ‘সুপারি কিলিংয়ের’ বিজ্ঞাপন দিয়েছিল ‘বুলেট’। সেই ‘বুলেট’ করল পুলিশ। গত কয়েকদিন ধরেই বুলেটের সেই ভিজিটিং কার্ডের খবর ছড়িয়েছিল। সেই খবর পেয়ে ক্যানিংয়ের ধর্মতলা গ্রামে বুলেটকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি থেকে দেশি বন্দুক ও ২ রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -