বাংলা নিউজ >
দেখতেই হবে >
বাংলার মুখ > Duttapukur Blast Ground Report: চিনির বস্তায় লুকিয়ে বিস্ফোরক, বোমা পাচার? দত্তপুকুরে ঘুরে শিউরে ওঠা দৃশ্য দেখল HT বাংলা
Duttapukur Blast Ground Report: চিনির বস্তায় লুকিয়ে বিস্ফোরক, বোমা পাচার? দত্তপুকুরে ঘুরে শিউরে ওঠা দৃশ্য দেখল HT বাংলা
Updated: 30 Aug 2023, 05:46 PM IST Satyen Pal দত্তপুকুর থানার জগন্নাথমোড় থেকে সোজা রাস্তাটা চলে গিয়েছে মোচিপোলের দিকে। কিছুটা এগোলেই স্বাস্থ্যকেন্দ্র। তার কাছেই বিস্ফোরণস্থল। ভেঙে যাওয়া বাড়ির কাছেই বসেছে পুলিশের পাহারা। বাড়ির কাছেই পরপর কয়েকটি দোকানের মতো কাউন্টার। সেগুলির সাটারের একাংশ ভেঙে পড়ে রয়েছে। আর সেই সাটারের ভেতরে উঁকি দিতেই দেখা গেল ভয়াবহ ছবি।