'খাঁচায়' ধরা পড়লেও 'বিড়াল' হলেন না সন্দেশখালির 'বাঘ' শেখ শাহজাহান। বরং বহাল তবিয়তে বসিরহাট মহকুমা আদালতে ঢুকলেন ও বেরিয়ে গেলেন। তাঁকে হাতকড়া পরানো হয়নি। পুলিশের সামনে গটগট করে হেঁটে ঢুকে যান ও বেরিয়ে আসেন তৃণমূল কংগ্রেস নেতা। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -