Rash Utsav 2023: ১৮৪ বছরের ঐতিহ্য মেনে পোড়া মায়ের মন্দিরে পুজো! রাস উৎসবে মাতল নবদ্বীপ Updated: 27 Nov 2023, 05:48 PM IST লেখক Ayan Das প্রথা মেনে আজ নবদ্বীপে রাসপূর্ণিমা উদযাপন করা হচ্ছে। ঐতিহ্যমণ্ডিত রাসযাত্রা উপলক্ষ্যে সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় ভিড় চোখে পড়ে। নবদ্বীপের আরাধ্যা দেবী পোড়া মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় জমেছে। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -