গভীর সমুদ্রে ডুবছে ট্রলার, রুদ্ধশ্বাসভাবে উদ্ধার ১৩ মৎস্যজীবী : ভিডিয়ো
Updated: 02 Jul 2021, 10:49 PM ISTগভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডুবে গেল একটি ট্রলার। উদ্ধার করা হয়েছে সকল মৎস্যজীবীকে। মৎস্যজীবী সংগঠন সূত্রে খবর, এফবি সিতঙ্করি নামে এই ট্রলারটি শুক্রবার ভোরে সাগরদ্বীপ থেকে বঙ্গোপসাগরে পাড়ি দেয়। বেলার দিকে আচমকা সমুদ্রের উত্তাল ঢেউয়ে জম্বুদ্বীপের কাছে ট্রলারের পাটাতন ফেটে গিয়ে জল ঢুকতে শুরু করে। ডুবতে শুরু করে ট্রলারটি। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -