বাংলা নিউজ >
দেখতেই হবে >
বাংলার মুখ >
West Bengal Weather and Rain Forecast: নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র, আগামী পাঁচদিন কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?
Updated: 01 Oct 2023, 04:52 PM IST
লেখক Abhijit Chowdhury
গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং রাজ্যের পশ্চিমের জেলাগুলির ওপর অবস্থান করছে একটি সুস্পষ্ট নিম্নচাপ। এই আবহে আগামী পাঁচদিনই দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে নিম্নচপের প্রভাবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। আজ, ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।