Updated: 08 Aug 2022, 04:15 PM IST
লেখক Sritama Mitra
এই ছবি ছত্তিশগড়ের বাছাওয়ারপাড়ার। ছত্তিশগড়ের এই ... more
এই ছবি ছত্তিশগড়ের বাছাওয়ারপাড়ার। ছত্তিশগড়ের এই প্রত্যন্ত এলাকায় তৈরি হতে চলেছে প্রথম স্কুল। অত্যন্ত উৎসাহিত এলাকার মানুষ। পাহাড় পেরিয়ে আসছে স্কুল বিল্ডিং তৈরির সামগ্রী। ধীরে ধীরে যেন একটা স্বপ্ন বাস্তবের রূপ নিতে শুরু করে দিয়েছে। মূলত, এতদিন ধরে যে এলাকায় স্কুল বিল্ডিং গড়ে ওঠেনি, তার কারণ হল এলাকার অবস্থান। শহর থেকে বহু ক্রোশ দূরে প্রত্যন্ত দুর্গম এলাকার জন্য এখানে গড়ে ওঠেনি স্কুল। তবে এবার আশায় বুক বাঁধছেন এলাকাবাসী।