Jaya Hey 2.0: স্বাধীনতার ৭৫ বছরে ‘জয় হে’ গাইলেন ৭৫ শিল্পী, দেশভক্তির অনন্য উপহার
Updated: 14 Aug 2022, 11:30 AM IST- স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে গোটা দেশের জন্য অনন্য উপহার নিয়ে হাজির সৌরেন্দ্র-সৌম্যজিৎ। অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়ার উদ্যোগে দেশের ৭৫ জন সঙ্গীতশিল্পী গাইলেন জয় হে ২.০। গলা মিলিয়েছেন আশা ভোঁসলে, রশিদ খান, অনুপম রায়, অজয় চক্রবর্তী, উষা উত্থুপ, রূপম ইসলাম, শ্রেয়া ঘোষালরা।