Sourav-Darshana Video: শাঁখা-পলায় নতুন বউ দর্শনা, বেনারসি পরে সৌরভের নামের হলুদ গায়ে ছোঁয়ালেন! Updated: 15 Dec 2023, 03:48 PM IST লেখক Priyanka Mukherjee সাবেকি রীতি মেনে চার হাত এক হচ্ছে সৌরভ-দর্শনার। শুক্রবার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়বেন দুজনে, হয়ে গেল জুটির গায়ে হলুদ। বলিউড স্টাইল ফলো করে একসঙ্গে নয়, আলাদাই হল বর-কনের গায়ে হলুদের রীতি।