বাংলা নিউজ > দেখতেই হবে > বায়োস্কোপ > Happy Birthday Sonu Nigam: 'আমার কত বন্ধুই তো ৫০-এর গণ্ডি ছুঁতে পারল না', জন্মদিনে মৃত্যুর কথা সোনুর মুখে!

Happy Birthday Sonu Nigam: 'আমার কত বন্ধুই তো ৫০-এর গণ্ডি ছুঁতে পারল না', জন্মদিনে মৃত্যুর কথা সোনুর মুখে!

স্ট্রাগল-সাফল্য-বিতর্কে ভরপুর ৩০ দশকের কেরিয়ার। যদিও লাইভ স্টেজ শো-এর অভিজ্ঞতা যোগ করলে তাঁর পেশাদার জীবনের সময়সীমা ৪৫ বছর। রবিবার ৫০-এ পা দিলেন সোনু। শনিবার রাতে মুম্বইয়ে বসেছিল গায়কের জন্মদিনের জমজমাট আসর। মিউজিক ইন্ডাস্ট্রির রথী-মহারথীরা একজোট হলেন সোনুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। মনোমালিন্য ভুলে সোনুর বার্থ ডে পার্টিতে হাজির টি-সিরিজ কর্ণধার ভূষণ কুমারও।