শ্যুট শেষ মিমি-অয়ন্নার ‘মিনি’র! সেটে শেষ দিনেও হইচই গোটা টিমের Updated: 30 Oct 2021, 10:47 PM IST লেখক Tulika Samadder মুক্তির অপেক্ষায় মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘মিনি’। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। চরিত্রের নাম ‘তিতলি’। মিমির সাথে স্ক্রিন শেয়ার করল ‘করুণাময়ী রানী রাসমণি’-র ছোট্ট ‘সারদা মা’ অয়ন্না চট্টোপাধ্যায়। এটাই মৈনাক ভৌমিক আর মিমির প্রথম ছবি।