Updated: 26 Sep 2023, 11:35 AM IST
Priyanka Mukherjee
রবিবার বিয়ের পর্ব মেটবার পর সোমবার দিল্লিতে ফিরলেন রাঘব-পরিণীতি। বরের হাত ধরেই শ্বশুরবাড়িতে পা দিলেন নায়িকা। বিয়ের পর দিনই পোশাক নিয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী। কাঁধখোলা কাফতান আর জিনসে বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে, সেই নিয়ে হল ছিছিকার! এয়ারপোর্টে পোশাক বদলে দিল্লিতে ধরা দিলেন হলুদ সালোয়ার কামিজে।