বাংলা নিউজ >
দেখতেই হবে >
Exclusive! Srijit Mukherji: যিশুর সঙ্গে মনোমালিন্য, শুভশ্রীর বদলে কেন জয়া? মুখ খুললেন সৃজিত
Updated: 05 Oct 2023, 10:06 PM IST
Ranita Goswami
যখনই কোনও ছবি বানিয়েছেন, অন্যরকম ভাবনা নিয়েই বানিয়েছেন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মানেই চরিত্রের ভাঙাগড়া, নানান এক্সপিরিমেন্ট, আর সঙ্গে থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। আর থ্রিলার বানাতে তিনি সিদ্ধহস্ত। এবার আলোচনায় সৃজিতের কপ ইউনিভার্সের ছবি ‘দশম অবতার’। যেখানে আবারও ফিরছে সৃজিতের হাতে গড়া জনপ্রিয় চরিত্র ‘প্রবীর রায় চৌধুরী’। ছবি মুক্তির আগে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে আড্ডা দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।