বাংলা নিউজ > দেখতেই হবে > ডিভোর্সের বদলে পর্ণা-সৃজনের ফের বিয়ে? চমকে দিলেন 'ঠাম্মি'

ডিভোর্সের বদলে পর্ণা-সৃজনের ফের বিয়ে? চমকে দিলেন 'ঠাম্মি'

এখন নিম ফুলের মধু ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে সৃজনের আতে ঘা দিয়েছে খলনায়িকা। এখন তাই সে পর্ণাকে ডিভোর্স দিতে চায়। পর্ণা এই ডিভোর্স আটকাতে চেয়ে সৃজনের থেকে পঞ্চাশ লাখ টাকার খোরপোষ দাবি করে। ভেবেছিল তাতে হয়তো সৃজন দমে যাবে। কিন্তু ফল হল উল্টো। প্রিয় নাতি এবং নাতবউ আলাদা হয়ে যাচ্ছে দেখে ফন্দি আঁটে ঠাম্মি।