বাংলা নিউজ >
দেখতেই হবে >
স্বাস্থ্য সচেতন! শ্যুটিংয়ে বিরিয়ানি দেখেই প্লেটে তুলে নিলেন ফারহা, কী করলেন মালাইকা?
Updated: 11 Feb 2024, 12:02 AM IST
লেখক Ranita Goswami
শোয়ের নাম ‘ঝলক দিখলা জা’। এই শোয়ের ১১তম সিজনে বিচারক হিসাবে দেখা যাচ্ছে মালাইকা অরোরা, আরশাদ ওয়ার্সি, ফারহা খানকে। আর বিশেষ অতিথি হিসাবে জাভেদ জাফরি ও সঞ্চালক গওহর খানকে দেখা যাচ্ছে। তবে শোয়ের শ্যুটিংয়ের পিছনে ঠিক কী কাণ্ড কারখানা চলছে তা এবার ফাঁস করেছেন ফারহা। সেখানে দেখা যাচ্ছে, আসলে যতই স্বাস্থ্য সচেতন হন না কেন, শ্যুটিংয়ের ফাঁকে কব্জি ডুবিয়ে খাচ্ছেন মালাইকা ফারহারা।