বাংলা নিউজ >
দেখতেই হবে >
Katrina Kaif Video: 'টাইগার ৩'-র প্রস্তুতি, জিমে কঠোর পরিশ্রম ক্যাটরিনার, দেখুন ভিডিয়ো
Updated: 06 Nov 2023, 05:39 PM IST
Priyanka Bose
Katrina Kaif Video: ১২ নভেম্বর মুক্তি পেতে চলেছে সলমন খান ও ক্যাটরিনা কইফ অভিনীত ছবি ‘টাইগার ৩’। ছবিতে শুধু সলমন নন, অ্যাকশন দৃশ্যে নজর কাড়বেন ক্যাটরিনাও। বড় পর্দায় নিজেকে ফিট দেখাতে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে ক্যাটরিনাকে। ‘টাইগার ৩’-এর জন্য কী ভাবে নিজেকে প্রস্তুত করেছেন অভিনেত্রী, ইনস্টাগ্রামে সেই ঝলক শেয়ার করে জানিয়েছেন, ‘টাইগার-এ কাজ করার সময় আমি নিজের সবটা উজাড় করে দিই। এই ছবি আমার কাছে প্রতি বারই নতুন নতুন পরীক্ষা নিয়ে এসেছে। একজন আমায় বলেছিল, যন্ত্রণা আর পাঁচটা অনুভূতির মতোই, ব্যথা-বেদনাকে ভয় পেলে চলবে না। শ্যুটিং চলাকালীন খুব ক্লান্ত হয়ে পড়তাম, এই বারের রেজিম আরও বেশি কঠিন ছিল আমার জন্য। সারা গায়ে যন্ত্রণা হত, ফুলে যেত গা-হাত-পা। তবে আমি গোটা বিষয়টি চ্যালেঞ্জের মতো করে দেখেছিলাম, নিজেকে পরীক্ষা করছিলাম এক দিনে কতটা সহ্য করতে পারি। আমার মনে হয়, এ বার আমরা আরও উন্নত মানের অ্যাকশন দৃশ্য পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছি। আর কিছু দিনের অপেক্ষা, তার পরেই বিশ্ববাসী বড় পর্দায় দেখবে ‘টাইগার ৩’। বেশ ভয় করছে’।