G20 Summit 2023: 'India' নয়, দিল্লিতে জি২০ সম্মেলনে 'ভারত' লেখা ফলক মোদীর সামনে!
Updated: 09 Sep 2023, 02:58 PM IST'ইন্ডিয়া' নয়, দিল্লিতে জি২০ সম্মেলনে 'ভারত' লেখা ফলক ব্যবহার করা হল। যে ফলক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে রাখা হয়েছে। গত কয়েকদিন ধরেই 'ইন্ডিয়া' বনাম 'ভারত' বিতর্ক চলছে। বিরোধীদের দাবি, 'ইন্ডিয়া' নাম পালটে 'ভারত' করার চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। সেই বিতর্কের মধ্যেই আজ ভারত মণ্ডপমে জি২০ সম্মেলনের আসর বসেছে। সেখানেই প্রধানমন্ত্রী মোদীর সামনে 'ভারত' লেখা ফলক ব্যবহার করা হয়। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -