Updated: 23 Jul 2022, 12:48 PM IST
লেখক Ayan Das
সামরিক পর্যায়ের আলোচনার মধ্যেই 'মাইন্ড গেম' শুরু করল চিন। প্যাংগং সো লেকে সামরিক মহড়া চালাল চিন। সীমান্ত সমস্যা নিয়ে ১৭ জুলাই ভারত-চিনের কোর কম্যান্ডার পর্যায়ের বৈঠক হয়েছিল। যৌথ বিবৃতিতে LAC-কে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার পক্ষে সওয়াল করা হয়েছিল। মুখে সেই কথা বললেও সামরিক মহড়ার ভিডিয়ো প্রকাশ করল চিন।