Manisha Ropeta: ইতিহাস মনীষার! রক্ষণশীল পাকিস্তানে পুলিশের উচ্চপদে প্রথম হিন্দু মহিলা
Updated: 30 Jul 2022, 04:33 PM ISTরক্ষণশীল পাকিস্তানে ইতিহাস গড়লেন মনীষা রোপেতা। প্রথম হিন্দু মহিলা হিসেবে পাকিস্তানের পুলিশের শীর্ষপদে বসতে চলেছেন মনীষা। ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ হয়েছেন ২৬ বছরের মনীষা। তবে ছেলেবেলা থেকেই মনীষার লড়াইটা সহজ ছিল না। রক্ষণশীল সমাজের রক্তচক্ষুর মোকাবিলা করতে হয়েছে।