করোনা রুখতে ভরসা সোনার মাস্ক! দাম ২.৮৯ লাখ
Updated: 04 Jul 2020, 05:54 PM ISTদূর থেকে দেখলে মনে হবে, হলদু রঙের মাস্ক পরেছেন। কিছুটা সামনে গেলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য। কারণ মহারাষ্ট্রের পিম্পরি-ছিনছোড়ের বাসিন্দা শংকর কুরাদে যে সে মাস্ক ব্যবহাক করছেন না, পুরো সোনার তৈরি মাস্ক পরছেন। সেজন্য তাঁর গ্যাঁট থেকে খসেছে ২.৮৯ লাখ টাকা। তবে সেই মাস্ক কতটা কার্যকরী, তা অবশ্য জানেন না শংকর। দেখুন বিস্তারিত -