বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > ভিডিও-মৎসজীবীদের সঙ্গে সমুদ্রে ঝাঁপ দিলেন রাহুল

ভিডিও-মৎসজীবীদের সঙ্গে সমুদ্রে ঝাঁপ দিলেন রাহুল

সামনেই ভোট। এই সময়টা মানুষকে পাশে পেতে নানান কসরত অবলম্বন করেন রাজনীতিবিদরা। এবার একেবারে জলে ঝাঁপ দিলেন রাহুল গান্ধী। কেরলে মৎসজীবীদের সঙ্গে জলে নেমে প্রায় দশ মিনিট সময় কাটালেন তিনি। তারপর তীরে উঠে এসে প্রায় একঘণ্টা তাদের সঙ্গে নির্ভেজাল আড্ডা মারলেন ওয়েনাডের সাংসদ। কীভাবে জাল দিয়ে মাছ ধরা হয়, সেটাও বুঝলেন তিনি।কথায় কথায় উঠল কৃষি আন্দোলনের কথাও। মৎসজীবীদের জন্যে মন্ত্রক তৈরির কথাও বলেন তিনি, যদিও ইতিমধ্যেই মন্ত্রক ২০১৯-এ গঠিত হয়েছে।