বাংলা নিউজ > দেখতেই হবে > পাঠান জ্বরে কাবু বাংলাদেশ, শাহরুখের সঙ্গে গানের তালে মাতলেন দর্শকরা

পাঠান জ্বরে কাবু বাংলাদেশ, শাহরুখের সঙ্গে গানের তালে মাতলেন দর্শকরা

বাংলাদেশে অবশেষে মুক্তি পেল পাঠান। দীর্ঘ ৮ বছর পর কোনও হিন্দি আবার চলছে সেই দেশের প্রেক্ষাগৃহে। কিং খান ভক্তরা রীতিমত এই ছবির জ্বরে আক্রান্ত। প্রথম দিনই ব্যাপক সাড়া মিলল তাঁদের থেকে।