বাংলা নিউজ >
দেখতেই হবে >
সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখাপলা, বাঙালি সাজে অনুরাগ বসুর বাড়ির সরস্বতী পুজোয় রূপালী
Updated: 15 Feb 2024, 08:55 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
ধবার সরস্বতী পুজোর দিনে কমলা ও হলুদ রঙের ট্রাডিশনাল বাংলার শাড়িতে দেখা যায় রূপালীকে। তাঁর হাতে ছিল শাঁখা-পলা ও সোনার গয়না। এদিন রূপালীর সঙ্গে ছিলেন তাঁর মা রাজনি গঙ্গোপাধ্যায়কে, তাঁকেও এদিন বাংলার তাঁতের শাড়িতে দেখা যায়। পাপারাৎজি অনুরোধে পুজোর অনুষ্ঠানে ঢোকার আগে ক্যামেরায় পোজও দেন রূপালী। তবে এবার প্রথম নয়, প্রত্যেক বছরই সরস্বতী পুজোয় অংশ নেন রূপালী। এই পুজো তাঁর কাছে বিশেষ তৎপর্য বহন করে বলে জানিয়েছিলেন রূপালী।