Updated: 24 Feb 2022, 10:42 PM IST
লেখক Sritama Mitra
তাপমাত্রা হু হু করে নেমে যাচ্ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে রাস্তা,ঘাট, দখল করে নিচ্ছে বরফের আস্তরণ। এই নৈস্বর্গিক ছবি জম্মু ও কাশ্মীরের। উপত্যকার ডোডা জেলায় ২৪ ফেব্রুয়ারি নতুন করে বরফপাত হয়েছে। ভূস্বর্গের বহু জেলাতেই তাপমাত্রা ৫ ডিগ্রির দিকে নামতে পারে বলে জানানো হয়েছে। এদিকে, বরফমাখা গাছপালা , রাস্তাঘাটের সম্ভার নিয়ে রূপের পসরা সাজিয়ে বসেছে ভূস্বর্গ। হাতছানি যেন পর্যটকদের দিকেই!