বাংলা নিউজ >
দেখতেই হবে >
উত্তাল শ্রীলঙ্কা, অভিনব উপায়ে সরকারি ভবনের ওপর রাষ্ট্রপতির জন্য লেখা হল 'গো হোম'
Updated: 18 Apr 2022, 10:46 PM IST
লেখক Sritama Mitra
- গদি ছাড়তে হবে রাষ্ট্রপতি গোতবায়াকে, আর সেই দাবিতে সোচ্চার অর্থসংকট বিধ্বস্ত শ্রীলঙ্কার মানুষ। এক পোস্টার প্রোজকশনে সরকারি ভবনের উপর লেখা হয় 'গো হোম গোতা'। প্রতিবাদের এক অভিনব রূপ তুলে ধরে, সেখানে রাষ্ট্রপতি ভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়েন মানুষ। দাবি রাষ্ট্রপতি গোতবায়া রাজাপকসেকে ছাড়তে হবে গদি। এমন প্রজেকশনে দেখানো হয় রাষ্ট্রপতিভবন যেন জ্বলে পুড়ে যাচ্ছে বিক্ষোভের আগুনে। স্লোগানে, ক্ষোভে ক্রমাগত শ্রীলঙ্কার সাধারণ মানুষ ফেটে পড়ছেন বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে।