বাংলা নিউজ > দেখতেই হবে > বৃষ্টির দিনে ছেলের কাণ্ডকারখানার ভিডিয়ো পোস্ট শুভশ্রীর

বৃষ্টির দিনে ছেলের কাণ্ডকারখানার ভিডিয়ো পোস্ট শুভশ্রীর

বৃষ্টি পড়ছে। মাথায় বিশাল একখানা ছাতা মাথায় ঘুরে বেড়াচ্ছে ছোট্ট একটা মানুষ। কে এই শিশুটি? কিছুক্ষণ পরই দেখা গেল তাঁকে। আর কেউ নয়, এই শিশুটি হল রাজ-শুভশ্রী পুত্র ইউভান। বাড়ির উঠোনে বৃষ্টির মধ্যে বিশাল একটা ছাতা মাথায় ঘুরে বেড়াচ্ছে সে। মানে ছাতা মাথায় দিয়েও বৃষ্টিতে যতদূর ভেজা যায় আর কি। ইউভানের এমনই একটা মজার ভিডিয়ো পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।