Updated: 16 May 2022, 09:47 PM IST
লেখক Sritama Mitra
এই ছবি ছত্তিশগড়ের সুকমার জঙ্গলের। সেখানে মাওবাদী ... more
এই ছবি ছত্তিশগড়ের সুকমার জঙ্গলের। সেখানে মাওবাদী অধ্যুষিত এলাকায় উদ্ধার হয়েছে এক বোমা। বোমা উদ্ধার হতেই কোবরা বাহিনীর তৎপরতায় তা নিয়ন্ত্রিত বিস্ফোরণের সাহায্যে ফাটিয়ে দেওয়া হয়। এই ভিডিয়ো সেই নিয়ন্ত্রিত বিস্ফোরণের। জানা গিয়েছে যে বিস্ফোরকটি রাখা ছিল তা মর্টার এইচই বম্ব। সন্দেহ এই বোমা পুঁতে রাখার নেপথ্যে রয়েছে মাওবাদীরা। কোবরা বাহিনীর এলমাগুণ্ডা ক্যাম্প থেকে ৪৫০ মিটারের দূরত্বে তা উদ্ধার হয়। এই নিয়ন্ত্রিত বিস্ফোরণের ফলে বড়সড় বিপত্তি রোখা গিয়েছে। ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।