Updated: 23 May 2022, 08:06 PM IST
লেখক Sritama Mitra
শুভেন্দু অধিকারী প্রতি হুঁশিয়ারির সুর এবার তৃণমূলে... more
শুভেন্দু অধিকারী প্রতি হুঁশিয়ারির সুর এবার তৃণমূলের কাঁথি-১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েনের। রবিবার তৃণমূলের এক সভা মঞ্চ থেকে তিনি বলেন, 'আমাদের ভদ্রতাকে আপনারা দুর্বলতা ভাবলে ভুল করবেন৷ কাল চাইলে আমার কাঁথিতে আপনাদের ঢুকতে দিতাম না৷' এরপরই প্রদীপ গায়েন সুর চড়াল দলীয় সভা থেকে। বলেন 'দম থাকে তো ১৫ মিনিটের জন্য' সিআরপিএফ ছেড়ে আসুন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, এদিন তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরার পাশাপাশি শুভেন্দু অধিকারীর প্রতি ক্ষোভের সুর চড়া করে তিনি বলেন, 'কাঁথিতে তোমার ঢোকা হবে না।'