এই নিয়ে লাগাতার তৃতীয়বার অনুর্ধ্ব উনিশের বিশ্বকাপে... more
এই নিয়ে লাগাতার তৃতীয়বার অনুর্ধ্ব উনিশের বিশ্বকাপের ফাইনালে গেল ভারতীয় দল। সেমিফাইনালে দশ উইকেটে পাকিস্তানকে হারায় ভারত। রবিবার ফাইনাল। তার আগে ভারতীয় সিনিয়র দলের খেলোয়াড়রা বাহবা দিলেন ভবিষ্যতের স্টারদের। হ্যামিল্টন ম্যাচের শতরান করা শ্রেয়স আইয়ার বলেন যে দারুন খেলছে তরুণরা। যেভাবে সব ম্যাচ এখনও পর্যন্ত জিতেছে ছেলেরা, তার প্রশংসা করেন ও ফাইনাল ম্যাচের জন্য শুভেচ্ছাবার্তা দেন তিনি। অন্যদিকে বড় রান করেও অপ্রত্যাশিত ভাবে নিউ জিল্যান্ডের কাছে প্রথম ওডিআই হেরে গিয়েছে ভারত।