বাংলা নিউজ >
দেখতেই হবে >
Watch Emami Godown Fire: মহালয়ার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড সাঁকরাইলে ইমামির গুদামে
Updated: 14 Oct 2023, 03:11 PM IST
লেখক Abhijit Chowdhury
আজ সকাল ৭টা নাগাদ ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি ভোজ্য তেলের গুদামে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের ১১টি ইঞ্জিন গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। তবে দমকলের তরফে জানানো হয়, গুদাম ঘরে পদার্থ হওয়ায় আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে। তবে আগুন লাগার আসল কারণ নিয়ে এখনও মুখ খোলেনি দমকল। আগুন নিয়ন্ত্রণে আসার পরে অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করবে দমকল।