জব্বলপুরের 'ওয়াটারম্যান'! তৃষ্ণার্তকে বিনামূল্যে জলদানই যাঁর নেশা
Updated: 08 May 2022, 10:54 PM IST- দীর্ঘ ২৬ বছর ধরে তিনি এমন কাজ করে চলেছেন। গরমের দিনে নিরন্তর তিনি তৃষ্ণার্ত মানুষকে জল দান করে চলেছেন। জলের বদলে তিনি নেন না কোনও টাকা পয়সা। প্রতিদিন ১৮ টি স্টোরেজ ব্যাগ ও ওয়াটার বটল নিয়ে বের হন। রাস্তায় ঘাটে তৃষ্ণার্ত মানুষকে দেন জল। প্রতিটি ব্যাগে থাকে ৫ লিটার জল। এভাবেই নিঃশব্দে ২৬ বছর ধরে সেবা করে চলেছেন জব্বলপুরের 'ওয়াটার ম্যান'। 'ওয়াটার ম্যান' শঙ্করলাল সোনিকে নিয়ে গর্বিত এলাকা। তৃপ্ত মানুষজন। এমন কর্মকাণ্ডে তুষ্ট হন শঙ্করলাল সোনি নিজেও।