Updated: 02 Jan 2020, 02:11 PM IST
HT Bangla Correspondent
বর্ষবরণের সন্ধ্যায় অনুগামীদের সঙ্গে কথা বলছিলেন প...
more
বর্ষবরণের সন্ধ্যায় অনুগামীদের সঙ্গে কথা বলছিলেন পোপ ফ্রান্সিস। সেই সময় এক মহিলা তাঁকে ধরে টানেন। তাতে দৃশ্যতই বিরক্ত হন পোপ। নিজেকে ছাড়ানোর জন্য মহিলার হাতে দু'বার চড় মারেন। পরে অবশ্য ক্ষমা চান তিনি। বলেন, 'অনেক সময় আমরা মেজাজ হারিয়ে ফেলি। আমার সঙ্গেও হয়। খারাপ উদাহরণ তুলে ধরার জন্য আমি ক্ষমা চাইছি।'