আইপিএলে দলের পরিসংখ্যান 2024

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি লিগ আইপিএল। যা শুরু হয়েছিল ২০০৮ সাল থেকে। প্রথম বছর থেকেই সুপার হিট হয়ে যায় এই টুর্নামেন্ট। যত সময় বেড়েছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অর্থাৎ আইপিএলের জনপ্রিয়তাও ততটাই বেড়েছে। শুধু ভারতীয় ক্রিকেটারাই নন, বিভিন্ন দেশের ক্রিকেটাররা এই টুর্নামেন্ট খেলতে মুখিয়ে থাকেন। এই আইপিএল আসার পর যে বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ক্রিকেট দেখার প্রবণতা যে বহু গুণে বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না।

যদিও এই আইপিএল যেমন বিশ্ব ক্রিকেটে নবজাগরনের মতো দিশা দেখিয়েছে ঠিক তেমনই অনেক বিতর্কও হয়েছে। এই ধরুণ এই টুর্নামেন্টে ম্যাচ গড়াপেটার মতো ঘটনাও ঘটেছে। যার জেরে অনেক ক্রিকেটারের কেরিয়ার থমকে গিয়েছে। সবচেয়ে বড় বিষয় হল এই টুর্নামেন্টে অত্যন্ত জনপ্রিয় এবং সাফল্য পাওয়া দল চেন্নাই সুপার কিংস, তাদেরও ম্যাচ গড়াপেটার জন্য দুই বছর সাসপেন্ডের মুখে পড়তে হয়। তবে এই টুর্নামেন্ট থেকে যে ভারতীয় দলে বেশ নতুন তারকার জন্ম হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। এই দুই দলই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। পাশাপাশি এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

শাহরুখ খানের দল দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট টাইটানস, রাজস্থান রয়্যালস একবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। যদিও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং লখনউ সুপার কিংস। ২০০৮ সালে যখন প্রথমবার এই টুর্নামেন্ট শুরু হয় সেবার চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। সেই দলের অধিনায়ক ছিলেন প্রাক্তন অজি তারকা তথা কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। তাঁর নেতৃত্বেই রাজস্থান চ্যাম্পিয়ন হয়। যদিও রাজস্থান আর কখনও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। দ্বিতীয় বর্ষে অর্থাৎ ২০০৯ সালে আইপিএল অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেবার চ্যাম্পিয়নের শিরোপা জেতে ডেকান চার্জার্স। এরপরই যাত্রা শুরু হয় চেন্নাই সুপার কিংসের। ২০১০ আইপিএল জেতে মহেন্দ্র সিং ধোনির দল।

পরপর দুইবার চ্যাম্পিয়ন হয় তারা। যদিও চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক থামিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। প্রথমবার ২০১২ সালে চ্যাম্পিয়ন হয় কেকেআর। যদিও ২০১৩ সালে চ্যাম্পিয়নদের তালিকায় নাম লেখায় মুম্বই ইন্ডিয়ান্স। ২০১২ সালের পর ২০১৪ সালে ফের দ্বিতীয়বার আইপিএল খেতাব জেতে কেকেআর। ২০১৫ সালে আবার চ্যাম্পিয়ন হয় মুম্বই। অধিনায়ক রোহিতের জন্ম দেয় মুম্বই ইন্ডিয়ান্স। অবশ্য এর ঠিক পরের বছর ২০১৬ সালে সানরাইজার্স চ্যাম্পিয়ন হয়। যদিও মাঝের দুই বছর সাসপেন্ড থাকে চেন্নাই। ফিরে এসে ফের ২০১৮ সালে তারা খেতাব জেতে। এছাড়াও তারা ২০২১ এবং ২০২৩ সালের চ্যাম্পিয়ন হয়েছে। পাশাপাশি রোহিতের দল ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে খেতাব জেতায়। যদিও মাঝে ২০২২ সালে প্রথমবার খেলতে নেমে চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটানস। শোরগোল ফেলে দেয় এই দলটি। গত অর্থাৎ ২০২৩ আইপিএলেও তারা ফাইনালে ওঠে। কিন্তু চেন্নাই সুপার কিংসের কাছে আটকে যায়। এখন দেখার বিষয় আসন্ন আইপিএলে অর্থাৎ ২০২৪ সালে কোন দল চ্যাম্পিয়ন হয়।
  • ব্যাটিং
  • বোলিং
  • ফিল্ডিং

মোট রান

  • 1
    Royal Challengers Bengaluru
    2758
  • 2
    Delhi Capitals
    2573
  • 3
    Mumbai Indians
    2568

পাওয়ার প্লে-তে রান

  • 1
    Delhi Capitals
    897
  • 2
    Sunrisers Hyderabad
    836
  • 3
    Royal Challengers Bengaluru
    826

শেষ তিন ওভারে রান

  • 1
    Royal Challengers Bengaluru
    554
  • 2
    Mumbai Indians
    505
  • 3
    Chennai Super Kings
    483

বাউন্ডারিতে কত রান

  • 1
    Royal Challengers Bengaluru
    1806
  • 2
    Delhi Capitals
    1726
  • 3
    Mumbai Indians
    1658

ফ্রি হিট

  • 1
    Kolkata Knight Riders
    12
  • 2
    Gujarat Titans
    9
  • 3
    Mumbai Indians
    8
  • Delhi Capitals
    229
  • Royal Challengers Bengaluru
    216
  • Mumbai Indians
    215
  • Royal Challengers Bengaluru
    157
  • Sunrisers Hyderabad
    146
  • Delhi Capitals
    135
  • RCBRoyal Challengers Bengaluru
    17
  • LSGLucknow Super Giants
    16
  • DCDelhi Capitals
    16
  • RRRajasthan Royals
    3
  • RCBRoyal Challengers Bengaluru
    2
  • MIMumbai Indians
    2

আইপিএলে দলের পরিসংখ্যান FAQ'S

পরপর দু'বার আইপিএল জিতেছে কোনও দল?

হ্যাঁ। চেন্নাই সুপার কিংস (২০১০ ও ২০১১ সাল) এবং মুম্বই ইন্ডিয়ান্স (২০১৯ সাল ও ২০২০ সাল)।

কতবার আইপিএলের ফাইনালে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর?

তিনবার - ২০০৯ সাল, ২০১১ সাল ও ২০১৬ সাল।

কোন ভারতীয় অধিনায়ক প্রথমবার আইপিএল জিতেছেন?

মহেন্দ্র সিং ধোনি (২০১০ সাল)।

পাঁচটি আইপিএলের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্সের চারটি ট্রফি এসেছে দুটি মাঠ থেকেই। কোন শহরের?

কলকাতা (২০১৩ সাল ও ২০১৫ সাল) ও হায়দরাবাদ (২০১৭ সাল ও ২০১৯ সাল)।