বাংলা নিউজ > ঘরে বাইরে > দশ জনপথে গান্ধীদের সঙ্গে ভোজন করলেন হরিয়ানার কৃষকরা, পাতে টমেটো দেখে উচ্ছ্বাস

দশ জনপথে গান্ধীদের সঙ্গে ভোজন করলেন হরিয়ানার কৃষকরা, পাতে টমেটো দেখে উচ্ছ্বাস

ভিডিয়ো স্ক্রিনশট

সূত্রের খবর, রবিবার দুপুরে সনিয়া গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী দু’জনেই হরিয়ানা থেকে আসা ওই মহিলা কৃষকদের সঙ্গে খাওয়াদাওয়াও সারেন। রবিবার রাতে কংগ্রেস নেত্রী রুচিরা চতুর্বেদী একটি ভিডিও শেয়ার করেছেন, তাতেই ধরা পড়েছে এই দৃশ্য।

ভারত জোড়ো হোক কিংবা অন্যান্য সময়ের জনসংযোগ, মানুষের ভিড়ে মিশে যাওয়ার ক্ষেত্রে রাহুলের জুড়ি মেলা ভার। সম্প্রতি হরিয়ানায় কৃষকদের সঙ্গে ক্ষেতে নেমে সময় কাটাতেও দেখা যায় তাকে। আর এবার ভাইরাল হল মহিলা কৃষকদের সঙ্গে গান্ধী পরিবারের সময় কাটানোর ছবি। হরিয়ানা সফরের সময়ই রাহুল গান্ধীকে মহিলা কৃষকরা আবদার করেছিলেন, দিল্লিতে রাহুল গান্ধীর বাড়ি দেখতে চান তাঁরা। রাহুল তাঁদের জানান, সরকার তাঁর দিল্লির বাড়ি কেড়ে নিয়েছেন। তবে তিনি দিল্লিতে তাঁর মায়ের দশ জনপথ রোডের বাড়িতে অবশ্যই নিয়ে যাবেন ওই মহিলাদের। যেই বলা, সেই কাজ। রবিবার মহিলা কৃষকরা দল বেঁধে পৌঁছলেন সোনিয়া গান্ধীর দিল্লির বাড়িতে।

মহিলা কৃষকদের একজন, বাল্লাও এসেছিলেন দিল্লিতে। কংগ্রেস নেত্রী সোনিয়া এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢড়ার সাথে একটি ভিডিওতে নিজেকে দেখে, বাল্লা আনন্দে হেসেই চলেন। সদ্য ছানি অপরেশন সেরে কালো চশমা পড়ে হরিয়ানার সোনিপাতের ৫৫ বছর বয়সী বাড়ি থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে দিল্লিতে এসেছিলেন।

বাল্লা গান্ধী পরিবারের সাথে খাওয়া-দাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নেন সাংবাদিকদের সাথে। তিনি বলেন, ‘আমরা ওখানে সেরা সেরা খাবার খেয়েছি। এত খাবার খেয়েছি যে আমি গুনেই উঠতে পারিনি। এরমধ্যে অর্ধেকেরও বেশি পদের নামও জানতাম না আমি।’ বাল্লা আরও বলেন, ‘আমি খুব উত্তেজিত ছিলাম কারণ রাহুল গান্ধী নিজে আমার অস্ত্রোপচারের ব্যবস্থা করেছিলেন।’

এই দলে অন্য একজন, ২৮ বছরের শর্মীলা দেবী বলেন গান্ধী পরিবারের সুন্দর এবং বিশাল বাড়ির কথা। সেখানে তাদের ধোসা, পাপড়, গুলাব জামুন, ভাত, রুটি, পনির সহ বিবিধ খাবারের পদের কথাও বলেন তিনি। ইন্দিরা গান্ধীর স্মৃতিতে নির্মিত যাদুঘরেও গিয়েছিলেন তাঁরা। প্রিয়াঙ্কা তার কর্মীদের বলে রেখেছিলেন কিষাণীদের দিল্লি ঘুরিয়ে দেখানোর জন্য। তবে গ্রামে কাজ থাকায় পরের দিনই ফিরতে হয় তাদের। এত কিছুর মাঝে খাবার টেবিলে স্যালাডের মধ্যে টমেটো দেখা আশ্চর্যও হন কিষাণীরা। অগ্নিমূল্যের বাজারে খাবার পাতে টমেটো কল্পনা করতে পারেননি তাঁরা। জিজ্ঞেসও করে ফেলেন সেটা নিয়ে, মুচকি হাসেন প্রশ্ন শুনে রাহুল। 

 

সূত্রের খবর, রবিবার দুপুরে সনিয়া গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী দু’জনেই হরিয়ানা থেকে আসা ওই মহিলা কৃষকদের সঙ্গে খাওয়াদাওয়াও সারেন। রবিবার রাতে কংগ্রেস নেত্রী রুচিরা চতুর্বেদী একটি ভিডিয়ো শেয়ার করেছেন, তাতেই ধরা পড়েছে এই দৃশ্য। আসার পথে গাড়িরে মধ্যে আনন্দে নাচ গানও করতে থাকেন তাঁরা। নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপিংসটি। আপাত ভাবে বিনোদন মনে হলেও এমন আয়োজন গান্ধী পরিবারের রাজনীতি, জনসংযোগেরই অংশ, তা নিয়ে সন্দেহ নেই। এভাবেই ভোটের আগে আমি তোমাদেরই লোক, সেটা বোঝাতে চান তাঁরা। 

ঘরে বাইরে খবর

Latest News

জাল এজেন্টকে ধরে বের করলেন সেলিম, মুর্শিদাবাদে উত্তেজনা তুঙ্গে, পৌঁছল পুলিশ একই শহরে ২মৃত্যু, ক্যানসারের সঙ্গে লড়াই থামল পরিচালকের,প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী প্যানেল বাতিল হওয়ায় একাদশ-দ্বাদশের শিক্ষক নেই, ভরতি বন্ধ রাখল বীরভূমের স্কুল ১০ লাখের গাড়ি, বছরে ৪ লাখের বেশি আয় সায়নের, তৃণমূলের দেবাংশুর সম্পত্তি কত? স্ট্র্যাটেজি নয়, বাধ্য হয়েই ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিল ধোনি! সামনে এল বড় কারণ ১০ বছর ধরে সংগ্রহ করা হরিণের ৬২টি শিং পুড়িয়ে নষ্ট করল বন বিভাগ, কারণ জানেন? জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ২০২৪: অতীতে জিতেছিলেন প্রণব, এখন তৃণমূলের শক্ত ঘাঁটি ১০ হাজার ঘণ্টা ধরে তৈরি ইশা আম্বানির মেট গালার শাড়ি স্টাইল গাউন, কী বিশেষত্ব? শনিদেব এবার দু’হাত তুলে আশীর্বাদ করবেন, এই রাশির জাতকদের সামনে বিরাট সুযোগ ভোট দিতে গেলেন না মালদার মহিলারা, উন্নয়ন না হওয়ার অভিযোগে শুরু অনশন

Latest IPL News

স্ট্র্যাটেজি নয়, বাধ্য হয়েই ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিল ধোনি! সামনে এল বড় কারণ টিম KKR বারাণসীতে কী করছে? কলকাতায় নামতে পারল না নাইটদের চাটার্ড বিমান IPL-এ নিজের আক্রমণাত্মক মেজাজ নিয়ে অনুতপ্ত গৌতম গম্ভীর কোহলি ও গায়কোয়াড়ের লড়াইয়ের মাঝে অরেঞ্জ ক্যাপের রেসে ট্র্যাভিস হেডের এন্ট্রি রাতের ওয়াংখেড়েতে সূর্যোদয়, ঝোড়ো শতরান করে MI-কে জেতালেন স্কাই, ধাক্কা খেল SRH ‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো LSG vs KKR: রাসেল মিডল ওভারে উইকেট নিয়ে চাপ কমিয়ে দেয়, প্রশংসায় পঞ্চমুখ রানা ফের একটা ফ্লাইং কিস হয়ে যাক? ১ ম্যাচ ব্যানের পরে রানাকে ট্রোল KKR তারকার 'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার IPL 2024-ম্যাচ বাঁচাতে ভোকাল টনিক ঋদ্ধির, বিরাটের কাছে খেলেন গালাগাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.