এবার দীপাবলিতে মহাসংযোগ তৈরি হচ্ছে। তিন গ্রহের এক দুর্লভ সংযোগ তৈরি হয়েছে। একইদিনে পড়েছে ছোটো এবং বড় দীপাবলি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১৫২১ সালে শেষবার এরকম দুর্লভ সংযোগ হয়েছিল। ৪৯৯ বছর পর ছোটো এবং বড় দিওয়ালি একসঙ্গে হচ্ছে।
ধনতেরাসের পরদিনই দীপাবলি হলে তা অভাবনীয় যোগ হিসেবে মানা হয়। দীপ পর্বে বৃহস্পতি ধনু রাশি এবং শনি মকর রাশিতে থাকবে। শুক্র থাকবে কন্যা রাশিতে। এই গ্রহগুলির সংযোগের ফলে দিওয়ালিতে সুখ, শান্তি, সমৃদ্ধি মিলবে। অর্থের সমাগমও হবে।
লক্ষ্মীপুজোর জন্য সেরা সময়
১৪ নভেম্বর, ২০২০।
বাড়িতে দীপাবলির পুজো
লক্ষ্মী পুজোর সময় : ১৪ নভেম্বর বিকেল ৫ টা ২৮ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট পর্যন্ত।
প্রদোষ কালের সময় : ১৪ নভেম্বর বিকেল ৫ টা ৩৩ মিনিট থেকে রাত ৮ টা ১২ মিনিট পর্যন্ত।
মহানিশীথ কালের সময় (কালীপুজো) : রাত ১১ টা ৩৯ মিনিট থেকে রাত ১২ টা ৩২ মিনিট পর্যন্ত।
সিংহ কালের কালের সময় : রাত ১২ টা ১৫ মিনিট থেকে রাত ২ টা ১৯ মিনিট পর্যন্ত।