Vastu Tips on Tulsi: তুলসী গাছ খুবই শুভ। এমনই মনে করা হয়। কিন্তু রোজ তুলসী গাছে জল দিতে নেই। তাতে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন। জেনে নিন কবে কবে তুলসী গাছে জল দেবেন না।
1/7হিন্দু ধর্ম এবং বাস্তু শাস্ত্রে তুলসী গাছকে খুবই শুভ বলে মনে করা হয়। তুলসী গাছে জল দিলে বা পুজো করলে মা লক্ষ্মী খুশি হন বলেও মনে করা হয়। তাছাড়া তুলসী গাছে জল দিলে নারায়ণের আশীর্বাদও পাওয়া যায়।
2/7বাস্তুশাস্ত্রে মনে করা হয়, তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন। সেই কারণে বাড়িতে এই গাছ লাগালে অর্থকষ্ট কাটতে পারে। মা লক্ষ্মী আশীর্বদা দেন যাঁরা বাড়িতে তুলসী গাছ রাখেন, তাঁদের। এছাড়া ভগবান বিষ্ণুর কৃপাও পাওয়া যায় এতে।
3/7কিন্তু এত কিছুর পরেও রোজ তুলসী গাছে জল দিতে নেই। তাতে মা লক্ষ্মী রুষ্ট হন বলেও মনে করা হয়। জেনে নেওয়া যাক, কোন কোন দিনে তুলসী গাছে জল দিতে নেই। রইল তালিকা।
4/7রবিবার: এটি সূর্যের দিন। এই দিনে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় বলে মনে করা হয়। এই দিনে তুলসী গাছ স্পর্শ করতেই নিষেধ করে শাস্ত্র। আর সবচেয়ে নিষিদ্ধ হল রবিবারে তুলসী গাছে পাতা ছেঁড়া। সেটি একেবারেই করতে নেই।
5/7একাদশী: এই দিনটিরও শাস্ত্রে নানা ধরনের ভূমিকা আছে। সেটি অন্য আলোচনার বিষয়। কিন্তু আপাতত এটুকু বলাই যায়, একাদশীর দিনেও তুলসী গাছের পাতা ছিঁড়তে নেই এবং এই গাছে জল দিতে নেই।
6/7গ্রহণ: এটিও হিন্দু ধর্মে এবং বাস্তুশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে মহাজাগতিক স্তরে নানা ধরনের কাণ্ড ঘটে। এমন দিনে তুলসীর গোড়া জল দিতে নেই বলেও মনে করা হয়।
7/7জল দেওয়ার নিয়মের পাশাপাশি জেনে রাখা উচিত কোন দিকে তুলসী গাছ বসাবেন আর কোন দিকে একদম বসাবেন না? তুলসী গাছে বাড়ির পূর্ব দিকে কখনও রাখবেন না। এটি রাখতে হলে উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখুন।