বাংলা নিউজ > ভাগ্যলিপি > Friday astro remedies: শুক্রবারের এই উপায়ে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, জীবন সম্পদ ও সমৃদ্ধিতে ভরে উঠবে

Friday astro remedies: শুক্রবারের এই উপায়ে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, জীবন সম্পদ ও সমৃদ্ধিতে ভরে উঠবে

রোজ আতর ব্যবহার করলেও শুক্র মজবুত হয় কুণ্ডলিতে।

Friday astro remedies: শুক্রবার মা লক্ষ্মীকে প্রসন্ন করতে কী কী উপায় করবেন জেনে নিন এখান থেকে। 

শুক্রবার মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এবং এই দিনে তার পুজো  করা তার আশীর্বাদ নিয়ে আসে এবং প্রত্যেক মানুষ মা লক্ষ্মীর আশীর্বাদ চায়।

জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রের সম্পর্ক মা লক্ষ্মীর সঙ্গেও বলে মনে করা হয়। দেবী লক্ষ্মীর আরাধনা করলে ধন-সম্পদ লাভের পাশাপাশি বিবাহিত জীবনও মধুর হয়, সেই সঙ্গে আর্থিক অনটন থেকে মুক্তি পাওয়া যায় এবং ঘরে সুখ-সমৃদ্ধি আসে। তাই শুক্রবার দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে কিছু ব্যবস্থা করলে শীঘ্রই তিনি প্রসন্ন হতে পারেন। আসুন জেনে নেই সেই উপায় গুলো কী কী।

শুক্রবারে করুন এই প্রতিকারগুলো

শুক্রবার দক্ষিণাবর্তি শঙ্খে জল ভরে ভগবান বিষ্ণুকে অভিষেক করুন, এই প্রতিকার করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সর্বদা আপনাকে আশীর্বাদ করেন।

অর্থের প্রবাহ বাড়াতে শুক্রবার মহালক্ষ্মীর ধ্যান করুন এবং শ্রীসুক্তম পাঠ করুন। 

শুক্রবার সাদা রঙের জিনিস দান করা যেতে পারে যেমন চাল, দুধ, দই, ময়দা এবং মিছরি।

শুক্রবারে পিঁপড়ে ও গরুকে আটা বা ময়দার রুটি গুড় খাওয়ানো ভালো এতে শুক্র দেবের কৃপালাভ হয়।

খাবার পাতে টক দই খেতে পারেন। 

রোজ আতর ব্যবহার করলেও শুক্র মজবুত হয় কুণ্ডলিতে। 

মা লক্ষ্মীকে পুজোতে লাল গোলাপ নিবেদন করুন প্রতি শুক্র বার। 

পুজোতে ক্ষীরের ভোগ বা পায়েস দিতে পারেন। ক্ষীর দেবী লক্ষ্মীর খুব প্রিয়। 

পুজোয় দেশী কর্পুর ব্যবহার করুন ও প্রতি শুক্র বার মন্দিরে কর্পুর বা ধূপ বাতি দান করুন। 

শুক্র বার সাদা বা গোলাপী রঙের বস্ত্র পরিধান করুন।

বন্ধ করুন