গোটা জুন মাস জুড়ে রয়েছে বহু রাশির গোচর। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন গোচর আসতে চলেছে জুন মাসে। সেই সমস্ত গোচরকালের নানান তথ্য একনজরে দেখা যাক।
1/7বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে নবগ্রহের গোচর একাধিক রাশির জন্য লাভবান হয়। প্রতি মাসেই কোনও না কোনওভাবে গ্রহদের গোচর খুবই লাভ দেয় বিভিন্ন রাশিকে। এমনই কিছু রাশির লাভ দেখে নেওয়া যাক জুন মাসের গ্রহ গোচরের নিরিখে।
2/7গোটা জুন মাস জুড়ে রয়েছে বহু রাশির গোচর। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন গোচর আসতে চলেছে জুন মাসে। সেই সমস্ত গোচরকালের নানান তথ্য একনজরে দেখা যাক।
3/7বুধের গোচর- গ্রহদের রাজকুমার বুধ ৭ জুন ২০২৩ সালে গোচর করতে চলেছে। সেদিন সন্ধ্যে ৭ টা ৪০ মিনিটে হবে গোচর। এই সময় বৃষ রাশিতে প্রবেশ করবে বুধ। শুক্রের রাশিতে বুধের প্রবেশের ফলে বহু রাশি লাভবান হবে। যার রেশ ২৪ জুন পর্যন্ত থাকবে। : ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)
4/7সূর্যের গোচর- সূর্যের গোচরের ফলে বহু রাশি ভাগ্যবান হবে। ১৫ জুন সন্ধ্যে ৬ টা ৭ মিনিট থেকে শুরু হবে এই গোচর, আর তা শেষ হবে ১৬ জুলাই ৪ টে ৫৯ মিনিটে। এরপরই সূর্য কর্কটে প্রবেশ করবে। তাতে বহু রাশির লাভের অঙ্ক বাড়বে। সঙ্গে বাড়বে মান সম্মান। প্রতীকী ছবি
5/7শনি বক্রী- বৈদিক জ্যোতিষমতে ১৭ জুন রাত ১০ টা ৪৮ মিনিটে কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় প্রবেশ করতে চলেছে শনি। তার ফলে বহু জনের জীবনে প্রভাব পড়তে পারে। এরপর ৪ নভেম্বর ২০২৩ সালে ফের মার্গী অবস্থানে যাবে শনি।
6/7বুধ গোচর- ২৪ জুন দুপুর ১২ টা ৩৫ মিনিটে হবে বুদের গোচর। এই গোচর হবে মিথুন রাশিতে। আর ২৪ জুলাই দুপির ১২ টা ৫ মিনিটে সেই গোচর সমাপ্ত হবে। এর সুপ্রভাব বহু রাশিতে পড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
7/7বুধ অস্ত- বুধের অস্ত রয়েছে ১৯ জুন সকাল ৭ টা ১৬ মিনিটে। বুধকে মনে করা হয়, তর্ক , বিতর্ক ও বিবেকের কারক। তারফলে একাধিক রাশিতে এর শুভ ফল দেখা যাবে। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)