Hindu New Year Lucky Zodiacs: এবার হিন্দু নববর্ষের সূচনা অত্যন্ত ঘটনাবহুল হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২২ মার্চ থেকে হিন্দু নববর্ষ শুরু হবে। ওই সময় দুটি রাজযোগ তৈরি হতে চলেছে। হিন্দু নববর্ষের শুরুতে কোন কোন রাশির জাতকদের ব্যাঙ্ক ব্যালেন্স ভালো থাকবে, তা দেখে নিন-
1/5আগামী ২২ মার্চ থেকে হিন্দু নববর্ষ শুরু হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এবার হিন্দু নববর্ষের শুরুতে দুটি রাজযোগ থাকবে। সেইসঙ্গে গ্রহের যে অবস্থান থাকবে, তার ফলে কয়েকটি রাশির জাতকদের ভালো সময় কাটবে। ব্যাঙ্ক ব্যালেন্স দারুণ থাকবে।
2/5মিথুন রাশি- হিন্দু নববর্ষে মিথুন রাশির জাতকদের কেরিয়ারে অপার সাফল্য আসবে। কেরিয়ারের নিরিখে উন্নতি হবে। চাকরিতে বেতন বৃদ্ধি হবে মিথুন রাশির জাতকদের। যাঁরা বেতন বৃদ্ধির অপেক্ষায় আছেন, তাঁরা সুখবর পেতে পারেন। অংশীদারিত্বের কাজে লাভবান হবেন। আর্থিক অবস্থা মজবুত হবে মিথুন রাশির জাতকদের। ভাগ্যের সহায়তা মিলবে।
3/5সিংহ রাশি- অর্থের বিষয়ে হিন্দু নববর্ষে ভাগ্য চমকাবে সিংহ রাশির জাতকদের। খরচ কমে যাবে। আর্থিক অবস্থা ভালো হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, হিন্দু নববর্ষে ধৈর্য বৃদ্ধি পাবে সিংহ রাশির জাতকদের। পরিবারের সহযোগিতা লাভ করবেন। চাকরিতে যাবতীয় বাধা-বিপত্তি কেটে যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5তুলা রাশি- হিন্দু নববর্ষে আপনার লক্ষ্যপূরণ হবে। শত্রুদের পরাস্ত করবেন। কাজে সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ তৈরি হতে চলেছে। সাফল্য মিলবে। যে তুলা রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের হাতে টাকা বাড়বে। কারণ ওই ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে। মান-সম্মান বৃদ্ধি পাবে।
5/5ধনু রাশি- ধনু রাশি জাতকদের জন্য হিন্দু নববর্ষ লাভজনক বলে বিবেচিত হবে। আয়ের নয়া দিগন্ত খুলে যাবে। পুরনো উৎস থেকেও আয় হবে। আর্থিক সমস্যা কেটে যাবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। চাকরির নয়া সুযোগ লাভ করবেন।