বাংলা নিউজ > ভাগ্যলিপি > Horoscope 2022: বার্ষিক আর্থিক রাশিফল ২০২২: ওঠা-পড়ায় বছর কাটবে কুম্ভের, লগ্নি এড়িয়ে যান

Horoscope 2022: বার্ষিক আর্থিক রাশিফল ২০২২: ওঠা-পড়ায় বছর কাটবে কুম্ভের, লগ্নি এড়িয়ে যান

বার্ষিক আর্থিক রাশিফল ২০২২: ওঠা-পড়ায় বছর কাটবে কুম্ভের, লগ্নি এড়িয়ে যান

বছরের শুরুতে ব্যয় বাড়বে। কুম্ভ রাশির অধিপতি শনি এপ্রিল মাস পর্যন্ত ক্ষতি স্থানে গোচর করবে। এ সময় আর্থিক জীবনে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে কুম্ভ জাতকদের। কারণ এ সময় অর্থাভাব দেখা দেবে। পাশাপাশি চিকিৎসা বা আইনি লড়াইয়ে অর্থ ব্যয় করতে হবে। এর ফলেও আর্থিক পরিস্থিতি প্রভাবিত হতে পারে। কুম্ভের ব্যবসায়ী জাতকদের ক্ষতি স্বীকার করতে হবে। নিজের পকেট থেকে এর ক্ষতিপূরণ দিতে হবে তাঁদের।

তবে বছরের শুরুতে লগ্ন রাশিতে বৃহস্পতির গোচর সামান্য আশার সঞ্চার করতে পারে, কারণ বছরের প্রথম তিন মাসে কিছু উপার্জন করতে পারবেন। এপ্রিলের মাঝামাঝি সময় অর্থ স্থানে বৃহস্পতির গোচর আপনার জন্য ইতিবাচক পরিণাম এনে দেবে। সম্পত্তি থেকে লাভ করতে পারেন কুম্ভ রাশির জাতকরা। আবার নিজের ব্যবসা থাকলে ভালো লাভও করবেন। এপ্রিলের শেষে শনির গোচর হবে, যার ফলে স্বস্তি পেতে পারেন।

জুলাই মাসে আয় ও লাভ স্থানের অধিপতি বক্রি অবস্থায় বিচরণ করবে, যার ফলে আর্থিক অস্থিরতা দেখা দিতে পারে। এই সময়কালে কোনও ধরনের লগ্নিই করবেন না, কারণ টাকা আটকে যেতে পারে। নভেম্বর মাস পর্যন্ত এমনই ওঠা-পড়ার পরিস্থিতি চলতে থাকবে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময় ভুলেও কোনও সন্পত্তিতে লগ্নি করবেন না বা কোনও দীর্ঘমেয়াদি লগ্নিও করবেন না। বছরের শেষে অর্থ স্থানে শুক্রের গোচরের ফলে আর্থিক পরিস্থিতি উন্নত হতে পারে। এ সময় আয় বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদেরও ভালো লাভ হতে পারে। ২০২২-এ কুম্ভ রাশির জাতকদের আর্থিক জীবনে নানান ওঠাপড়া থাকবে। এ বছর কোনও সম্পত্তি না কেনাই ভালো, কারণ টাকা আটকে যেতে পারে।

তে পারে।

বন্ধ করুন