Lucky Zodiacs from April 2023: জ্যোতিষশাস্ত্র সূর্য এবং বৃহস্পতিকে অত্যন্ত বড় গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। ওই দুই গ্রহের যুতি তৈরি হতে চলেছে। কোন কোন রাশির জাতকদের প্রবল উন্নতির যোগ তৈরি হবে, তা দেখে নিন -
1/5আগামী এপ্রিলের শুরুতে মেষ রাশিতে সূর্য এবং বৃহস্পতির যুতি তৈরি হতে চলেছে। মেষ রাশিতে সেই যোগ তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১২ বছর পর ওই যোগ তৈরি হওয়ার ফলে চারটি রাশির জাতকদের অর্থলাভ হবে। উন্নতির যোগ তৈরি হতে চলেছে।
2/5বৃষ রাশি- শনি এবং বৃহস্পতির যুতির ফলে বৃষ রাশির জাতকদের কাছে ধনলাভের যোগ তৈরি হতে চলেছে। ব্যবসা এবং কেরিয়ারের দিক থেকে লাভবান হবেন। যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁদের সামনে সাফল্যের যোগ তৈরি হবে। নয়া ব্যবসা শুরু করার জন্য এটা অনুকূল সময়।
3/5সিংহ রাশি- সূর্য এবং বৃহস্পতি যুতির ফলে সিংহ রাশির জাতকদের ভালো সময় শুরু হচ্ছে। তাঁরা কোনও শুভ খবর পেতে চলেছেন। সিংহ রাশির অধিপতি হলেন সূর্যদেব। সেই পরিস্থিতিতে সিংহ রাশির জাতকদের জীবন পূর্ণ হবে সুখ-সমৃদ্ধিতে। পারিবারিক জীবন হবে সুখকর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5ধনু রাশি- সূর্য এবং বৃহস্পতির যুতির ফলে ধনু রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। ধনু রাশির যে স্থানে দুই গ্রহের যুতি তৈরি হবে, তার ফে ধনু রাশির জাতকদের প্রেমজীবনে মাধুর্য আসবে। যাঁরা মনের মানুষকে প্রপোজ করতে চান, তাঁদের জন্য এটা ভালো সময়। পারিবারিক জীবন সুখকর হতে চলেছে।
5/5মকর রাশি- মকর রাশির জাতকদের জন্য সূর্য এবং বৃহস্পতির অত্যন্ত লাভজনক হতে চলেছে। মকর রাশির যে স্থানে ওই যুতি তৈরি হবে, তা মকর রাশির জাতকদের জন্য সুখকর জায়গা হিসেবে বিবেচিত হয়। যাঁরা চাকরি করেন, তাঁরা নয়া কোনও চাকরির প্রস্তাব পেতে পারেন। যে মকর রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের সামনে অর্থলাভের ভালো সুযোগ মিলবে।