রবিবার দিনটিকে সূর্যের দিবস হিসাবে ধরা হয়। এমন দিনে খরমাস শেষ হয়ে শুভ কাজের সময়কাল শুরু হয় বলে মনে করা হয় হিন্দুশাস্ত্র মতে। এমন দিনে গুড়ের তৈরি জিনিস খেয়ে উদযাপন করার প্রচলন রয়েছে।
1/5পঞ্জিকা মতে ২০২৩ সালের মকর সংক্রান্তির দিন ও তারিখ কবে পড়েছে, তা নিয়ে ছড়িয়েছে বিভ্রান্তি। প্রশ্ন উঠছে ১৪ জানুয়ারি নাকি ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি পড়ছে তা নিয়ে। উল্লেখ্য, ভারতের বিভিন্ন প্রান্তে মকর সংক্রান্তি নানান নামে পরিচিত। কোথাও সেই দিনে পোঙ্গল উৎসব পালিক হয়, কোথাও আবার পৌষ পার্বন। দেখে নেওয়া যাক এই বছর এই উৎসবের দিন কোন তারিখে পড়েছে।
2/5কবে পড়ছে মকর সংক্রান্তি- পঞ্জিকা অনুসারে ১৪ জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে সূর্য। সেই দিন রাত ৮.১৪ মিনিটে পড়ছে সংক্রান্তির তিথি। তবে যেহেতু এই তিথি রাতে পড়ছে তাই স্নান ও দান নিয়ে রয়েছে বিভ্রান্তি। দেখে নেওয়া যাক কোন দিন মকর সংক্রান্তি তিথি উদযাপন করতে বলা হচ্ছে।
3/5মকর সংক্রান্তি পালনের দিন- ২০২৩ সালে মকর সংক্রান্তি ১৫ জানুয়ারি পালনের কথা বলা হচ্ছে। কারণ ১৪ জানুয়ারি রাতের বেলায় তিথি পড়ায় সেই দিন সূর্যের উপস্থিতিতে দান ও স্নান করা যেহেতু সম্ভব নয়, তাই ১৫ জানুয়ারি এই তিথি পলিত হবে। এমন দিনে গুড়ের তৈরি জিনিস খেয়ে উদযাপন করার প্রচলন রয়েছে।
4/5১৫ জানুয়ারি কতক্ষণ থাকবে সংক্রান্তি- পঞ্জিকা মতে বলা হচ্ছে, ১৫ জানুয়ারি সকাল ৭টা ১৫ মিনিট থেকে সন্ধ্যে ৫ টা ৪৬ মিনিট পর্যন্ত সময়ে এই মকর সংক্রান্তির তিথি থাকবে। (ফাইল ছবি)
5/5২০২৩ সালের মকর সংক্রান্তি কেন বিশেষ- উল্লেখ্য, ২০২৩ সালের মকর সংক্রান্তি বিশেষভাবে জায়গা করে নিয়েছে বৈদিক জ্যোতিষমতে। রবিবার ১৫ জানুয়ারি এই দিনটিকে পালন করা হবে, এদিকে রবিবার সূর্যের দিবস হিসাবে ধরা হয়। এমন দিনে খরমাস শেষ হয়ে শুভ কাজের সময়কাল শুরু হয় বলে মনে করা হয় হিন্দুশাস্ত্র মতে।