জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী, মকর রাশিতে শনি,শুক্র ও সূর্যদেবের প্রবেশ করবে। ফলে সেখানে তৈরি হতে চলেছে ত্রিগ্রহী যোগ। তিনটি বিশেষ রাশির ওপর এই ত্রিগ্রহী যোগের প্রভাব বিস্তার হবে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা এই যুতির ফলে লাভবান হতে চলেছেন।
1/5বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে একাধিক রাশির সামনেই রয়েছে গোচর। তারই মাঝে মকর সংক্রান্তিতে ঘটতে চলেছে ত্রিগ্রহী যোগ। বিভিন্ন গ্রহ ও নক্ষত্রের যুতি সময়ে সময়েই খারাপ প্রভাব দিয়ে থাকে। তবে কখনও তা ভালো প্রভাবও ফেলে। আসন্ন দিনে তিন গ্রহের এক রাশিতে উপস্থিতি বেশ কয়েকটি রাশির ওপর সুপ্রভাব ফেলবে বলে দাবি জ্যোতিষবিদদের।
2/5জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী, মকর রাশিতে শনি,শুক্র ও সূর্যদেবের প্রবেশ হবে। ফলে সেখানে তৈরি হতে চলেছে ত্রিগ্রহী যোগ। ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির সময় এই যোগ ঘটছে। তিনটি বিশেষ রাশির ওপর এই ত্রিগ্রহী যোগের প্রভাব বিস্তার হবে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা এই যুতির ফলে লাভবান হতে চলেছেন।
3/5কন্যা- ত্রিগ্রহী যোগের ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় শুরু হতে চলেছে। সন্তান, উচ্চশিক্ষা, প্রেম, বিবাহের দিক থেকে এই সময়কাল অত্যন্ত শুভ একাধিক রাশির জাতক জাতিকাদের জন্য। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রদের জন্য সময় ভালো। আসবে সাফল্য। সন্তানের থেকে পাবেন ভালো খবর।
4/5তুলা- আপনাদের জন্য ত্রিগ্রহী যোগ শুভ ফল দিতে পারে। এই যোগ আপনাদের রাশির চতুর্থভাবে রয়েছে। বিলাসিতামূলক কোনও জিনিসপত্র কিনতে পারেন। মায়ের সূত্র ধরে কিছু ধন সম্পত্তি পেতে পারেন। এই সময়ে আপনি নতুন চাকরির অফার পেতে পারেন। ব্যবসায়ীদের আয়ে বৃদ্ধি আসতে পারে।
5/5ধনু- ত্রিগ্রহী যোগ ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো আর্থিক দিক দিয়ে। এই রাশির জাতক জাতিকারা ত্রিগ্রহী যোগের ফলে আকস্মিক টাকা পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আপনাদের পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ব্যবসায়ে আপনি অনেকটাই বেশি লাভ করতে পারবেন। আর্থিক দিক থেকে সব কিছু ইতিবাচক হবে। কথা বলার সঙ্গে জড়িত যে ব্যক্তিদের পেশা, তাঁরা লাভবান হবেন। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)