Malavya Rajyog Lucky Zodiacs 2023: শীঘ্রই মালব্য রাজযোগ তৈরি হচ্ছে মীন রাশিতে। যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মালব্য রাজযোগের ফলে চারটি রাশির জাতকরা লাভবান হবেন। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5আগামী ১৫ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন শুক্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মীন রাশিতে শুক্রের গোচরের ফলে মালব্য রাজযোগ তৈরি হবে। মালব্য রাজযোগের ফলে ওই রাশির জাতকদের ধনপ্রাপ্তির যোগ আছে। কেরিয়ারে উন্নতি হবে।
2/5বৃষ রাশি- বৃষ রাশির জাতকদের জন্য মালব্য রাজযোগ লাভজনক হতে চলেছে। এই সময় কেরিয়ারের দিক থেকে উন্নতি হবে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে নয়া সুযোগ মিলবে। বিশেষত যাঁরা ব্যবসা করেন, তাঁদের মুনাফা বৃদ্ধির সুযোগ অনেক বেশি থাকছে। কোনও অংশীদারিত্বের কাজ শুরু করলে তাতে লাভবান হবেন। সার্বিকভাবে মালব্য রাজযোগে অনুকূল ফল পাবেন বৃষ রাশির জাতকরা।
3/5তুলা রাশি- মালব্য রাজযোগের ফলে তুলা রাশির জাতকরা লাভবান হবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, হাতে টাকা আসবে তুলা রাশির জাতকদের। ধনপ্রাপ্তি হতে পারে। কেরিয়ারের দিক থেকে লাভবান হবেন তুলা রাশির জাতকরা। চাকরিতে অগ্রগতির পথ প্রশস্ত হতে পারে।
4/5কুম্ভ রাশি- মালব্য রাজযোগের ফলে কুম্ভ রাশির জাতকরা লাভবান হতে চলেছেন। আকস্মিক ধনলাভ করবেন কুম্ভ রাশির জাতকরা। যাঁরা ব্যবসা করেন, তাঁরা বড় কোনও পরিকল্পনা করতে পারেন। বড় সুযোগ পাবেন তাঁরা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য মিলবে। আপনি যদি ধার নিয়ে থাকেন, তাহলে মাথা থেকে বোঝা কমবে।
5/5মীন রাশি- মীন রাশির জাতকদের উপর মালব্য রাজযোগের শুভ প্রভাব পড়বে। ২০২৩ সালে আপনার আয় ভালো হবে। অংশীদারিত্বের কাজে লাভবান হবেন। আপনি যেভাবে কাজ করতেন, তাতে বড়সড় পরিবর্তন আসবে। ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে আপনার কেরিয়ারে। কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। যাঁরা অবিবাহিত, তাঁরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। জীবনসঙ্গীর পুরো সহযোগিতা মিলবে।