
এই দিনে জন্মেছেন? তাহলে আগামী ৫ দিন দুর্দান্ত কাটবে আপনার
১ মিনিটে পড়ুন . Updated: 22 Dec 2021, 08:37 PM ISTএকনজরে দেখে নিন, আপনি তালিকায় আছেন কিনা -
একনজরে দেখে নিন, আপনি তালিকায় আছেন কিনা -
জ্যোতিষশাস্ত্রের উপর কোনও ব্যক্তির স্বভাব, ব্যক্তিত্ব এবং ভবিষ্যত্ নির্ভর করবে। যেরকমভাবে নামের অনুসারে রাশি হয়, সেরকমই সংখ্যার ভিত্তিতে অঙ্কশাস্ত্র হয়। সেই অঙ্কশাস্ত্র অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত কয়েকটি মূলাঙ্কের জাতকদের সময় ভালো কাটবে। একনজরে দেখে নিন, আপনি তালিকায় আছেন কিনা -
মূলাঙ্ক ৩ (৩, ১২, ২১ ও ৩০ তারিখে জন্মগ্রহণ)
১) আপনার আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।
২) নিজের কাজে মনোযোগ দিন। পরিশ্রম করতে হবে। তাহলে লাভবান হবেন।
৩) লেনদেনের বিষয়টি আগে সামলাতে হবে।
৪) কর্মক্ষেত্রে আশাতীত সাফল্য মিলবে।
৫) অফিসে মান-সম্মান বাড়বে। উচ্চপদস্থ আধিকারিক প্রসন্ন হবেন।
৬) সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়বে।
৭) ব্যবসার জন্য সময় ভালো।
৮) আর্থিক বিষয়ে লাভবান হবেন। তেমনই সম্ভাবনা আছে।
৯) আপনি কোনও সুখবর পেতে পারেন।
মূলাঙ্ক ৮ (৮, ১৭ ও ২৬ তারিখে জন্মগ্রহণ)
১) কর্মক্ষেত্রে ভালো পরিবেশ থাকবে। আটকে থাকা টাকা পাবেন।
২) বাদ-বিবাদ এড়িয়ে চলুন। কোনওরকম ঝগড়া করবেন না।
৩) স্বাস্থ্য ভালো থাকবে।
৪) পুরনো রোগের সমস্যা থেকে মুক্ত হবেন।
৫) আর্থিক বাধায় লক্ষ্যভ্রষ্ট হবেন না।
৬) পরিবারের সঙ্গে তীর্থস্থানে যেতে পারেন।
৭) প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা আছে।
মূলাঙ্ক ৯ (৯, ১৮ ও ২৭ তারিখে জন্মগ্রহণ)
১) আপনার মান-সম্মান বাড়বে।
২) খরচ কমে করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ট সেটি।
৩) এই সপ্তাহে আপনার নৈরাশ্যবাদী মনোভাব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
৪) কোনও বিষয়ে কম জানলে সেই খামতি পূরণ করে নিন।
৫) স্বাস্থ্য ভালো থাকবে।
৬) ব্যবসার ক্ষেত্রে মনোযোগ দিতে হবে।
৭) ব্যবসার জন্য এই সপ্তাহ ভালো কাটবে। কিন্তু লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।
৮) কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।