আগামী সপ্তাহেই (১৯ মে) শনি জয়ন্তী পড়েছে। যে দিনটা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি জয়ন্তীতে একাধিক রাশির জাতকদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকে। তার ফলে তাঁদের বিভিন্ন সমস্যা কেটে যাবে। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5শনিদেবকে কর্মফলদাতা এবং ন্যায়ফলদাতা হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেবকে প্রসন্ন করা সহজ নয়। তবে কয়েকটি উপায়ে শনিদেবকে প্রসন্ন করা যায়। চলতি বছর ১৯ মে শনি জয়ন্তী পড়েছে। সেদিন শনিদেবের জন্ম হয়েছিল বলে মনে করা হয়। সেদিন শনিদেবের পুজো করলে কয়েকটি রাশির জাতকরা লাভবান হবেন। বিশেষত চারটি রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন বলে জ্যোতিষীরা জানিয়েছেন।
2/5কর্কট রাশি- শনি জয়ন্তীতে শনিদেবের বিশেষ কৃৃপা লাভ করবেন কর্কট রাশির জাতকরা। যে কোনও কাজে পরিবারকে পাশে পাবেন কর্কট রাশির জাতকরা। জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অর্থলাভ হতে চলেছে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় ভালো কাটবে। পারিবারিক জীবন সুখকর হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/5তুলা রাশি- তুলা রাশির জাতকদের উপর শনির শুভ প্রভাব পড়ে। তাঁরা সর্বদা শনিদেবের বিশেষ কৃপা পান। আপনি যে কাজ করবেন, তাতে শুভ ফল লাভ করবেন। অপার সাফল্য লাভ করবেন তুলা রাশির জাতকরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি জয়ন্তীতে তুলা রাশির জাতকদের জীবনে প্রসিদ্ধি বাড়বে। পারিবারিক জীবন সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
4/5মকর রাশি- শনি জয়ন্তীতে মকর রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। মকর রাশির অধিপতি হলেন শনি। তাই মকর রাশির জাতকরা শনির সবথেকে বেশি আশীর্বাদ পান। মকর রাশির উপর শনির সাড়েসাতি এবং ঢাইয়ার প্রভাব কম পড়ে। নেতৃত্বদানের বিশেষ ক্ষমতা আছে মকর রাশির জাতকরা। আর্থিক দিক থেকে লাভবান হবেন।
5/5কুম্ভ রাশি- কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। আপাতত কুম্ভ রাশিতেই অবস্থান করছেন কর্মফলদাতা। শনি জয়ন্তীতে অর্থলাভ করবেন কুম্ভ রাশির জাতকরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, হাতে আচমকা টাকা আসবে। জীবনে সাফল্য লাভ করবেন। মান-সম্মান বৃদ্ধি পাবে।