জ্যোতিষশাস্ত্রে মতে বলা হচ্ছে, মকর রাশিতে চিরকালই আধিপত্য থাকে শনিদেবের। আর এই রাশিতে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত থাকতে চলেছেন খোদ সূর্যদেব। এর জেরে বিশেষ ৩ রাশিতে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কী কী শুভফল আসতে চলেছে, দেখা যাক।
1/5বৈদিক জ্যোতিষ মতে, এবার শনির রাশিতে সূর্য। মকর সংক্রান্তির দিনই শনির রাশি মকরে প্রবেশ করেছেন সূর্যদেব। আর তারফলে একাধিক রাশিতে তার সুফল পড়েছে। এদিকে, আপাতত শনির রাশিতে সূর্যের অবস্থান এখনও জারি থাকবে বলে মত জ্যোতিষ গণনায়। দেখে নেওয়া যাক , কতদিন পর্যন্ত কোন কোন রাশিতে সুফল পড়বে সূর্যের গোচরের। ( ছবি সৌজন্যে pixabay)
2/5জ্যোতিষশাস্ত্রে মতে বলা হচ্ছে, মকর রাশিতে চিরকালই আধিপত্য থাকে শনিদেবের। আর এই রাশিতে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত থাকতে চলেছেন খোদ সূর্যদেব। এর জেরে বিশেষ ৩ রাশিতে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কী কী শুভফল আসতে চলেছে, দেখা যাক।
3/5মীন-আয়ের দিক থেকে আগামী ২৪ দিন খুবই ভালো কাটতে চলেছে। একাধিক উৎস থেকে আসতে থাকবে টাকা। স্টক মার্কেটে বিনিয়োগে হতে পারে লাভ। একাধিক উৎস থেকে টাকা এসে আর্থিক পরিস্থিতি মজবুত করবে। ব্যবসায়ীদের হবে উন্নতি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5মেষ- সূর্যের গোচর আপনাদের জন্য অনুকূল সিদ্ধ হতে পারে। সূর্যদেব আপনার রাশির কর্মভাবে গোচর করবেন। ব্যবসায়ীরা বিভিন্ন দিকে ব্যবসা বিস্তার করতে পারবেন। পেশাগত জীবনে পাবেন বহু ধরনের প্রাপ্তি। যাঁদের রোজগার নেই, তাঁদের হাতে আসবে টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5সিংহ- প্রেম নিয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভাবতে হবে না। রোম্যান্স ভালো জমবে। চাকরিরতরা পরিশ্রমের ফল পাবেন। কর্মস্থলে আপনার প্রভাব বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে রয়েছে উন্নতির যোগ। ( এই তথ্য, মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা) (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)