‘আগে নিজে দেহত্যাগ করুন, তারপর পদত্যাগের কথা বলবেন’- তমলুকে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬,০০০ চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছে হাইকোর্টের দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ, তারপরই মমতার পদত্যাগ করা উচিত বলে দাবি করেন অভিজিৎ। সেই মন্তব্যের রেশ ধরেই বৃহস্পতিবার অভিজিৎকে ‘দেহত্যাগ’ করতে বলেন মমতা।
তমলুকের জনসভা থেকে মমতা বলেন, 'যিনি এখানে দাঁড়িয়েছেন, তিনি ভাবছেন, এটাও বিচারালয়। তাই তিনি কখনও তিনি বলছেন, পদত্যাগ করতে হবে। আমি বলি আগে নিজে দেহত্যাগ করুন, তারপর পদত্যাগের কথা বলবেন। আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন। নিজের লজ্জাটা ঢাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক। আপনি বিচারালয়কে কালিমালিপ্ত করেছেন। আপনার কোনও অধিকার নেই, মানুষের কাছে এসে মানুষের কথা বলবার।'
'ছিলেন বিকাশ ভট্টাচার্যের জুনিয়র, হলেন গদ্দারের জুনিয়র না সিনিয়র'
মমতা আরও বলেন, ‘ছিলেন তো বিকাশ ভট্টাচার্যের জুনিয়র। যিনি সবার চাকরি খান। আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র, আমি জানি না। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দেওয়ার আগে বলব যে মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক দূরের কথা। আগে দেবাংশুর সঙ্গে লড়ুন। আগে দেবাংশুর সঙ্গে লড়ুন, তারপরে কারও সঙ্গে লড়বেন। অন্য প্রার্থী আমরা এখানে দিইনি। কেন দিইনি? জেনেশুনে দিইনি।’
তমলুকে দেবাংশুকে প্রার্থী করার বিষয়টি আরও ব্যাখ্যা করে মমতা বলেন, ‘ছাত্রছাত্রীদের সবথেকে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যা কথা বলে। তোমার যদি বলার থাকত, (বলতেন যে) এটা ভুল হয়েছে, সংশোধন করে নাও। আমার কোনও আপত্তি নেই। তুমি এককথায় সকলের চাকরি খেয়েছ। তোমায় ছেড়ে দেব? দেবাংশুকে আমি বলব যে যে পরিবারের চাকরি গিয়েছে, সেই পরিবারগুলিকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবে।’
‘একেবারে ঈশ্বরের পরেই উনি, নাকি ঈশ্বরের উপরেই হবেন?’
অভিজিৎকে আক্রমণ শানিয়ে মমতা আরও বলেন, ‘যাঁকে প্রার্থী করেছেন, মহানুভব। একেবারে ঈশ্বরের পরেই উনি। নাকি ঈশ্বরের উপরেই হবেন? কথায়-কথায় পড়ুয়াদের চাকরি খেতেন। কর্মপ্রার্থীদের চাকরি খেতেন।’ তিনি দাবি করেন যে প্রায় ২৬,০০০ জন যে চাকরিহারা হয়ে গিয়েছেন, সেটা শুরু করেছিলেন অভিজিৎই। তাঁকে ‘বিতাড়িত’ করার ডাকও দেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা।