আসন্ন ৭ জুন পর্যন্ত ভালো সময় কাটবে মেষ সমেত একাধিক রাশির। বিশেষ ৩ রাশিতে বুধের গোচরের প্রভাব পড়তে চলেছে। তারফলে বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে ধনলাভ সমেত একাধিক শুভ যোগ রয়েছে। দেখা যাক, এই গোচরে লাভবান কারা?
1/5বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত রাশির জাতক জাতিকারাই বুধের গোচরের ফলে ব্যাপক লাভের সম্মুখীন হন। আর সেই বুধের গোচর এবার একাধিক রাশির জাতক জাতিকার ওপর প্রভাব ফেলতে শুরু করবে। বুধ ইতিমধ্যেই গোচর করেছে, আর তার ফলে ৭ জুন পর্যন্ত তার প্রভাব পড়বে।
2/5আসন্ন ৭ জুন পর্যন্ত ভালো সময় কাটবে মেষ সমেত একাধিক রাশির। বিশেষ ৩ রাশিতে বুধের গোচরের প্রভাব পড়তে চলেছে। তারফলে বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে ধনলাভ সমেত একাধিক শুভ যোগ রয়েছে। দেখা যাক, এই গোচরে লাভবান কারা?
3/5মেষ- বুধের রাশি পরিবর্তন অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদের ব্যক্তিত্বে আসবে আগের চেয়ে বেশি উজ্জ্বলতা। অবিবাহিতরা এই সময় বিয়ের যোগে লাভবান হবেন। চাকরি বা কর্মক্ষেত্রে এই সময় লাভবান হওয়ার যোগ রয়েছে। অংশিদারির ব্যবসায় হবেন লাভবান। জীবনসঙ্গীর উন্নতি হবে।
4/5মিথুন- বুধের গোচরের ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর্থিক দিক থেকে বিভিন্ন ভাবে সাফল্যের রাস্তা চওড়া হবে। চাকরি ও ব্যবসায় আপনি কিছু ভালো দিকের সন্ধান পাবেন। চাকরিতে ভালো কোনও সুযোগ পাবেন। বিনিয়োগ থেকে হবে ধনলাভ। লটারি বা স্টক মার্কেট থেকে হবে লাভ।
5/5ধনু: যাঁরা সন্তান লাভ করতে চাইছেম তাঁরা এই সময় সুসংবাদ পেতে পারেন। সন্তান সম্পর্কিত কোনও ভালো ইঙ্গিত পেতে পারেন। বাড়িতে শুভ ধার্মিক বা মাঙ্গলিক কাজ হতে পারে। অফিসে এই গোচরের ফলে অনেক বেশি লাভ পেতে পারেন। আর্থিক দিক থেকে এই সময়টা ভালো যেতে পারে। (এই তথ্য মান্যতা ধর্মী। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা )