বাংলা নিউজ > ভাগ্যলিপি > সাপ্তাহিক ট্যারো রাশিফল: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

সাপ্তাহিক ট্যারো রাশিফল: মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল

এই সপ্তাহে ট্যারো অনুযায়ী মেষ বৃষ মিথুন ও কর্কট রাশির ভাগ্যফল।

চলতি সপ্তাহ কেমন কাটবে মেষ, বৃষ, মিথুন ও কর্কট রাশির জাতকদের, জানাচ্ছে ট্যারো।

মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)- অর্থ বৃদ্ধির পরিকল্পনা করতে পারেন। তাই লগ্নির পরিকল্পনা করতে পারেন। সাবধানে পরিকল্পনা তৈরি করুন, তখনই পছন্দমতো রিটার্ন পেতে পারেন।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে)- অতীতের সঙ্গে জড়িত সমস্ত সমস্যা এ সপ্তাহে দূর হবে। নতুন ভাবে জীবন শুরু করবেন। তবে এমন কিছু করবেন না, যাতে পরিস্থিতি আপনার বিপরীতে চলে যায়। 

মিথুন (২২ মে - ২১ জুন)- ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত ব্যক্তিরা আপনাকে এ সপ্তাহে হতাশ করবেন। তাই তাঁদের কাছ থেকে প্রত্যাশা কম করুন। কারও কাছ থেকে কোনও কিছু প্রত্যাশা করে থাকলে তা পূরণ হবে না।

কর্কট (২২ জুন – ২২ জুলাই)- নিজের ওপরই অধিক ব্যয় করবেন। বড় সম্পত্তি, গাড়ি, সোনায় লগ্নি করবেন।

বন্ধ করুন